দেখুন টিকটকের নামে এইসব কি চলছে ?? চরম হাসির অস্থির টিকটক ভিডিও। (ভিডিও)


ভারতে নয় পর্বে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনে শুক্রবার মিজোরামের একটি আসনের নির্বাচনে বহু স্ত্রী আর সোয়া শতাধিক ছেলে মেয়ে নাতি নাতনী থাকায় গোত্র নেতা জিওনংহাকা চানা নামের এক ব্যক্তি নির্বাচনে প্রার্থীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন


ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন


ভারতের প্রত্যন্ত উত্তর-পূর্বাঞ্চলীয় মিজোরাম রাজ্যের এই লোকটির ৩৯ জন স্ত্রী ১২৭ জন ছেলে-মেয়ে নাতি-নাতনী রয়েছে ফলে ভোট প্রার্থী রাজনীতিকরা গত কয়েক দিন ধরে তার কাছে ধর্ণা দিচ্ছেন রাজধানী আইজলের বাইরে বকটং গ্রামের পাহাড়ে একশকক্ষের বাড়ী থেকে চানা এএফপিকে কথা জানান সপ্তাহের গোড়ার দিকে ৭০ বছর বয়সী চানা বলেছিলেন, রাজ্যের ভোটে জয়ের ব্যবধান খুব কম হওয়ায় প্রতিটি নির্বাচনে আমাদের গুরুত্ব বেড়ে যায় কারণ, বেশি ভোটও তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ভারতের চলতি নয় পর্বের লোকসভা নির্বাচনে শুক্রবার চতুর্থ পর্বে মিজোরামের মাত্র একটি আসনে ভোট গ্রহণ করা হচ্ছে চানার এক স্ত্রী রিঙ্কমিনি বলেন, আমরা ভোট দিতে গেলে সবাই একই প্রার্থী বা দলের পক্ষে ভোট দিই এর মানে একটি মাত্র পরিবার থেকে একশষাটের বেশি ভোট নিশ্চিত হয় আর দশজন ভোটারের মতোই চানা বলেন, ‘সরকারও উন্নয়ন চান, যাতে তার পরিবার উন্নতি করতে পারেতিনি বলেন, ‘রাজনীতিকদের কাছ থেকে আমরা সকলেই আমাদের পরিবারে স্বার্থের পরিবর্তে সুশাসন রাজ্যের কল্যাণ প্রত্যাশা করি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন