দোকানের
সামনে হঠাৎ একগুচ্ছ মায়ের
ভিড়৷ সকলেই কোলে রয়েছে
একটি করে দুধের শিশু৷
হঠাৎই দোকানের সামনে দাঁড়িয়ে শিশুকে
স্তনপান করাতে শুরু করলেন
তারা৷ আবাক হলেও এমনই
ঘটনা ঘটিয়েছেন ইংল্যান্ডের নাটিংহাম শহরের ৭০ জল
মহিলা, আর এটা ছিল
তাদের প্রতিবাদের মাধ্যম৷
ভিডিওটি দেখতে নিচের ছবিতে ক্লিক করুন
কিছুদিন
আগে ভিওলেত্তা কোমর নামের এক
মহিলা সিটি সেন্টরের একটি
দোকানের ভেতর শিশুকে স্তনপান
করাচ্ছিলেন৷ তখন ওই দেকানের
একটি আধিকারিক তাকে দোকান থেকে
বের করে দেন, তাকে
বলা হয় তাদের দোকানে
এমন নিয়ম নেই৷ সেই
সময় দোকানে উপস্থিত অন্যান্য
ক্রেতারাও দোকান কর্তৃপক্ষের এমন
ব্যবহারে বেশ ক্ষুদ্ধ হন৷
সেই সময় ভিওলেত্তাকে নিয়ে
তারা সেই দোকান থেকে
বেড়িয়ে যান৷ ঘটনার ঠিক
দুমাস বাদে তারা সকলে
একজোট হয়ে সেই দোকানের
সামনে দাঁড়িয়েই তাদের এই প্রতিবাদ
শুরু করেন৷ সংবিধানের ইকুয়ালিটি
অ্যাক্ট, ২০১০ অনুযায়ী সব
মায়েদেরই অধিকার তারা যে
কোনো সার্বজনিক এলাকায় তার শিশুকে বুকের
দুধ খাওয়াতে পারবেন৷ কিন্তু বিরোধরত এই
সব মহিলাই এর আগেও
বেশ কেয়ক জায়গায় তাদের
এই অধিকার থেকে বঞ্চিত
হয়েছেন৷ তাই তারা তাদের
প্রতিবাদ সিটি সেন্টারের এই
দোকানের সামনে থেকেই শুরু
করেন৷ বিরোধ প্রদর্শনের ১৫
মিনিটের মধ্যেই ওই দোকানের
তরফ থেকে ক্ষমা চাওয়া
হয়, এরপরই পরিবেশ খানিকটা
শান্ত হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন