কর্মক্ষেত্রেই কেটে যায় দিনের বেশির ভাগ সময়। পরিবারের সদস্যদের সঙ্গে যে সময় আমরা কাটাই তার থেকে অনেক বেশি সময় আমাদের সঙ্গী হয়ে থাকেন সহকর্মীরা। কাজেই তাদের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি হয়ে ওঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পর্কে 'ডুজ' আর 'ডোন্টস' সম্বন্ধে ধারণা থাকাটাও বেশি জরুরি।
কি করবেন:
সহকর্মীদের সঙ্গে ব্যবহারে এবং কাজের ক্ষেত্রে একটা ফর্মালিটি মেনটেন করুন। তাদের সঙ্গে ইন্টার্যাকশনে স্বচ্ছতা বজায় রাখুন।
*
শেয়ার করে কাজের অভ্যাস তৈরি করুন। সহকর্মীর কাজে কোনো অসুবিধা হলে নিজে থেকে তাকে সাহায্য করতে এগিয়ে যান।
*
কোনো সহকর্মীকে দেখে হাসুন, সময়ে সময়ে কুশল বিনিময় করুন। বিচ্ছিন্ন হয়ে না থেকে সবার সঙ্গে মিলেমিশে চলুন।
*
অন্যের ওপর চাপিয়ে না দিয়ে নিজের কাজ নিজেই করুন। কেউ ভালো কাজ করলে তাকে সেই কাজের স্বীকৃতি দিন। আপনার কাজে ভুল হলে অযথা তর্ক না করে ক্ষমা চেয়ে নিন।
*
সহকর্মীদের সঙ্গে ব্যবহারে সংযত হোন। গলার স্বর মার্জিত ও নমনীয় রাখুন। অশালীন শব্দের ব্যবহার সম্পর্কে সচেতন হোন।
*
পরনিন্দা-পরচর্চার মতো বিষয় এড়িয়ে চলাই ভালো। অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। প্রয়োজনে মধ্যপন্থা অবলম্বন করুন।
*
কোনো সহকর্মীর সঙ্গে মতবিরোধ তীব্র হলেও তা যেন ঝগড়া বা স্থায়ী অশান্তির দিকে না যায়। ঠাণ্ডা মাথায় পারস্পরিক আলোচনার মাধ্যমে মিটিয়ে নিন। কখনো উত্তেজিত হয়ে কথা বলা ঠিক নয়।
কি করবেন না:
কি করবেন না:
পাশে বসা সহকর্মীটি কার সঙ্গে কথা বলছেন, কি এসএমএস করছেন অথবা কি কাজ করছেন, তা আড়ি পেতে দেখা বা শোনার চেষ্টা করা একদম অনুচিত। এ নিয়ে অযথা কৌতূহলও প্রকাশ করবেন না।
*
অফিসে বসে ফোনে অনেকক্ষণ ধরে আড্ডা মারা বা কোনো সহকর্মীর কাজে বারবার বাধা দিয়ে গল্প করার প্রবণতা এড়িয়ে চলুন।
*
কোনো সহকর্মীর প্রতি বিরূপ মনোভাব থাকলে তার সামনে প্রকাশ করবেন না। অন্যদের সঙ্গে আলোচনার সময়ও কথায় কথায় বারবার এই মনোভাব ফুটিয়ে তুলবেন না। এতে সহকর্মীটির কানে এই কথা গিয়ে তার সঙ্গে আপনার কাজের সম্পর্ক নষ্ট হতে পারে।
*
কোনো সহকর্মীকে নিয়ে কুৎসা রটাবেন না এবং কখনো কাউকে ইচ্ছাকৃতভাবে বিপদে ফেলবেন না। ছোটখাটো ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সহকর্মীদের নিয়ে অভিযোগ করার প্রবণতা ঠিক নয়।
*
কোনো সহকর্মীর ব্যক্তিগত বা পারিবারিক বিষয়ে অতিরিক্ত আগ্রহ প্রকাশ করবেন না। নিজের ব্যক্তিগত বিষয়ে আলোচনা করার সময়ও মাত্রা ছাড়াবেন না। নিজের রাগ-দুঃখের বোঝা সামনে অন্যের ওপর চাপাতে থাকলে তা আপনাকে বিরক্তিকর করে তুলতে পারে।
*
নিজের ডেস্ক ও আশপাশ অগোছালো, অপরিচ্ছন্ন করে রাখবেন না। কোনো সহকর্মীর সিটে বসে কাজ করলে ছড়িয়ে-ছিটিয়ে উঠে যাবেন না।
সেক্সুয়াল হ্যারেজমেন্ট
কোনো সহকর্মীর ব্যবহার অশালীন মনে হলে তা নিয়ে প্রথমেই বেশি মাথা না ঘামিয়ে উপেক্ষা করুন। প্রয়োজনে আপনার বিশ্বস্ত কোনো সহকর্মীর সঙ্গে পরামর্শ করুন। অথবা ওই ব্যক্তিবিশেষের সঙ্গে ভদ্রভাবে খোলাখুলি কথা বলুন। তবে খুব বেশি অসুবিধা হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন