ব্যবহারের সময় কম্পিউটারের টেম্প ও রিসেন্ট ফোল্ডারে অপ্রয়োজনীয় ফাইল জমা হতে থাকে। এতে কম্পিউটার সিস্টেম ধীর গতির হয়ে পড়ে। তবে এক ক্লিকে সহজেই টেম্প এবং রিসেন্ট ফোল্ডার সম্পূর্ণ পরিষ্কার করে কম্পিউটারের গতি ফিরিয়ে আনা যায়। এজন্য প্রথমে Start মেন্যু থেকে All Programs এ যেতে হবে। এরপর Accessories থেকে Notepad ওপেন করতে হবে। এবার নোটপ্যাডে @del /F/S/Q %temp%, @del /F/S/Q %windir%temp, @del /F/S/Q “C:Documents and Settingsuser nameRecent”, @Echo off, Echo., Echo Complete, Echo., pause, exit পর্যায় ক্রমে লিখতে হবে। লেখা শেষে নোটপ্যাডটি bat ফরমেট আকারে পছন্দনীয় স্থানে সেভ করতে হবে। সফলভাবে সেভ করার পর যে স্থানে সেভ করা হয়েছে সেখান থেকে ফাইলটি ডাবল ক্লিকে ওপেন করতে হবে। ওপেন হওয়ার কিছু সময়ের মধ্যেই টেম্প এবং রিসেন্ট ফোল্ডারে জমে থাকা অপ্রয়োজনীয় ফাইল ডিলিট হয়ে যাবে। তবে লক্ষণীয় যে, নোটপ্যাডে লেখার সময় প্রতিটি কমার পরিবর্তে পরবর্তী লাইন থেকে লেখা শুরু করতে হবে।
টেম্প ও রিসেন্ট ফোল্ডার পরিষ্কার
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন