বিয়ের ঠিক আট দিনের মাথায় আমার প্রেমিক স্বামী আমার গায়ে হাত তুলল। অপরাধ,
সেমাইয়ের পাতিলে পিতলের চামচ ডুবিয়ে রাখা। তারপর দেড় মাসের মাথায়।
তারপর... তারপর...। মোট কতবার জানি না। ঠিক গুনে রাখিনি তো, যতবার সেমাই
রান্না করেছি, ততবারই অন্য চামচ ফেলে রেখে এই চামচটাই ডুবিয়ে রাখতাম। কি
জানি রবিবাবুর চন্দরা কখন বুকের গহিনে বসতি গাড়ল টেরই পেলাম না। এটা খুব
টের পেতাম সামান্য ভুলে এমনকি না করা অপরাধেও সে আমাকে খুব মারত, চুলের
মুঠি ধরে রান্নাঘরের মেঝেতে মাথা ঠুকত। কান তাক করে কষে চড় দিত। হাত ধরে
উল্টে দিত। এক সময় অজ্ঞান হয়ে যেতাম। বাপ বের হয়ে গেলে মেয়েটা আমার কাছে
আসত, এর আগে এলে সেও বাপের মার খেত। বিস্তারিত প্রতিবেদনটি দেখতে এখানে ক্লিক করুন .......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন