- কে হায় হৃদয় খুড়ে বেদনা জাগাতে ভালবাসে - (সমকাল: ০৭/০১/২০১২)
'ভালোবাসি' শব্দটি প্রথম কাকে বলেছিলেন? কতজনকে বলেছি তার আর হিসাব আছে?
কম বয়সে যাকে কাছে পেয়েছি, যাকে দেখেছি, ধরতে গেলে তাকেই বলতে চেয়েছি!
কাউকে সাহস করে সামনা সামনি বলেছি। আর যাকে পারিনি তাকে গোপনে বলেছি। গোপনে
বলতে তো দোষ নেই। নাকি? প্রেমের চিঠি প্রথম কবে লেখেন? কাকে? বলা যাবে না।
তবে বিষয়টা গোপন রেখেছিলাম অনেক দিন। বিয়ের পর অবশ্য আর সেটা গোপন থাকল
না। আমার স্ত্রী একদিন পেয়ে গিয়েছিলেন চিঠিটা। দেখে ঘাবড়ে গিয়েছিলাম আমি।
কিন্তু তেমন রাগ করেননি তিনি। বলা যায়, আমিও হাঁফ ছেড়ে বাঁচলাম আর কি! বিস্তারিত প্রতিবেদনটি দেখতে এখানে ক্লিক করুন ......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন