আধুনিককালে সৃজনশীলতার কোন বিকল্প নেই। সৃজনশীল মানুষের কাছে সাফল্য নিজে এসেই ধরা দিবে। একথা আবারও প্রমান করলেন যুক্তরাষ্ট্রের একজন হেয়ারড্রেসার।
সম্পূর্ণ টয়লেট পেপার দিয়ে বিয়ের পোশাক তৈরী করে তিনি জিতে নিয়েছেন সেরা ডিজাইনারের পুরষ্কার।
নিউইয়র্কে অনুষ্ঠিত এক প্রতিযোগিতায় কয়েকশ প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে তিনি সেরা ডিজাইনারের মুকুট পড়েন।
বিবিসির খবরে বলা হয়, হাস্কা শুধুমাত্র টয়লেট পেপার, আঠা, টেইপ এবং সুতা ব্যবহার করে জাঁকজমকময় ওই বিয়ে গ্রাউন তৈরী করে সবাইকে চমকে দেয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন