১ লাখ ডলার দামের শাড়ি!

একটি শাড়ির দাম ১ লাখ ডলার। সুতরাং এটি সাদামাটা ডিজাইনের কোন আটপৌরে শাড়ি নয়, তা সহজেই অনুমেয়।
দক্ষিণ ভারতের তামিলনাড়ু- অঙ্গরাজ্যের একটি প্রতিষ্ঠান বিশেষ এই শাড়িটির নির্মাতা। এর নাম চেন্নাই সিল্ক।



শাড়িটি সম্পর্কে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো- বর্তমান বিশ্বে এটিই সবচেয়ে দামি শাড়ি। সোনা, রূপা, মুক্তা, নীলা, টোপাজ (হলুদ রঙের স্বচ্ছ খনিজ পদার্থ), প্লাটিনাম ও হীরাসহ মোট বারোটি বহু মূল্যের ধাতুর সমন্বয়ে শাড়িটিতে মনোহরি নকশা সৃষ্টি করা হয়েছে।
এর মোট ওজন ৮ কেজি। ভারতের খ্যাতিমান চিত্রশিল্পী রাজা রবি বার্মার বহুল আলোচিত লেডি মিউজিসিয়ানস চিত্রকর্মের অনুকরণে শাড়িটির ডিজাইন করা হয়েছে। ৩০ জন তাঁতি প্রায় সাত মাস ধরে এ শাড়িটি তৈরি করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন