আপনার সম্পর্কে অন্যদের ধারণা কেমন?



আপনি কি জানেন যে আপনার সমন্ধে অন্যরা কি ধারনা করে,মানে আপনাকে কেমন ভাবে? নিশ্চয় জানেন নাএমন যদি হয় যে আপনি নিজেই জানবেন - আপনার সমন্ধে অন্যরা কি ধারনা করেহ্যা আসলে তাই,কিন্ত তার জন্য আপনাকে 10টি প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে হবেআর প্রত্যেকটি প্রশ্নের টি অথবা টি  করে অপশন থাকবে, এর থেকে যে কোন একটি আপনাকে সঠিক নির্ভুলভাবে বেছে নিতে হবেতাহলে চলুন শুরু করা যাক -

1. আপনার কাছে কখন বেশী ভালো লাগে?
(1)সকালবেলা (2)দুপরবেলা বা বিকালবেলা (3)রাত বা গভীর রাত

2. আপনি কিভাবে হাটেন?
(a)লম্বা ধাপের সঙ্গে, ভালোভাবে দ্রুত (b)ভালোভাবে এবং আস্তে আস্তে (c)মুখমন্ডল উচু করে এবং চারদিকে তাকিয়ে (d)তাড়াতাড়ি হাঠেন এবং মাথা নিচু করে (e)খুব আস্তে হাঠেন মাথা নিচু করে

3. যখন আপনার পরিচিত কেউ আপনার সাথে কথা বলে তখন তারা যা করে-
(a)আপনার বাহুর সাথে দাড়িয়ে কথা বলে (b) আপনার ঘাড়ে হাত রেখে কথা বলে (c)আপনার হাতে হাত রেখে কথা বলে (d)আপনাকে স্পর্শ করে কথা বলে (e)আপনার থেকে একটু দূরে সরে কথা বলে

4. আপনি যখন শান্ত হয়ে বসেন,তখন যা করেন-
(a)পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে-পায়ের উপর পা রেখে (b)একটি পা সামনে ও অন্যটি পিছনে (c)এক পা উঠিয়ে বা দুটি পা একসমান রেখে(d)একটি পা বেঁকে রেখে বা এক পা অন্য কথাও উঠিয়ে

5. কোন জিনিস যখন আপনাকে আনন্দ দেয়, তখনকার প্রতিক্রিয়া ব্যক্ত করেন-
(a)একটি জোরে হাসি দেন (b)হাসেন কিন্ত আস্তে (c) হো হো করে হাসেন (d) মুচকি হাসেন


6. যখন আপনি কোন অনুষ্টানে যান উক্ত স্থানে প্রবেশকালে আপনি কি করেন?
(a)আপনি জোরে আওয়াজ করে প্রবেশ করেন যাতে উপস্থিত লোকজন আপনার দিকে তাকায়
(b)সবার দিকে বা চারদিকে তাকিয়ে নিশ্চুপভাবে প্রবেশ করেন (c)সবাই যেন আপনার দিকে না তাকায় সেভাবে প্রবেশ করেন

7. আপনি মনোযোগসহকারে ও কঠোর পরিশ্রম করে একটি কাজ করছেন  আর  ঔ সময় যদি আপনার পরিচিত কেউ আসে তখন আপনি কি করেন?
(a)অনেক্ষন পরে জবাব দেন (b)প্রচন্ডভাবে বিরক্ত হন (c)এই দুটির যে কোন একটি করেন

8. আপনার কোন রংগুলো পছন্দ?
(a)কালো,লাল (b)হলুদ,গোলাপি (c)সবুজ,নীল (d)সবগুলি প্রায় পছন্দ (e)আকাশি,ছাই রং (f)যে কোন হালকা রং (g)সবগুলি প্রায় পছন্দ

9. বিছানায় ঘুমানোর আগে আপনি কিভাবে ঘুমানোর জন্য আপনার শরীর কে প্রস্তুত করেন?
(a)এক পাশ কাত হয়ে (b)এক পাশ হয়ে এবং এক হাত মাথার নিচে রেখে (c) চিৎ হয়ে (d)মাথা উপরদিক রেখে (e)দুই হাত উপরে রেখে ও মাথা কে অন্যদিকে ফিরিয়ে

10. আপনি যখন কারো উপর প্রচন্ড রেগে যান,তখন আপনি কি করেন?
(a)আড় চোখে তাকান (b)সরাসরি তার চোখের দিকে তাকিয়ে থাকেন (c)অন্য দিকে তাকিয়ে থাকেন (d)আঘাত করেন বা করতে ইচ্ছা হয় (e) চুপ করে থাকতে বলেন (f)উক্ত স্থান ত্যাগ করেন

*এখন আপনাকে যা করতে হবে তা হল প্রত্যেকটি প্রশ্নের দেওয়া অপশনের মান রয়েছেসেই মানগুলো যোগ করতে হবেমানগুলো নিচে দেওয়া হল-
1>(a) 2, (b) 4, (c) 6.
2>(a) 6, (b) 4 (c) 7, (d) 2, (e) 1.
3>(a) 4, (b) 2, (c) 5, (d) 7, (e) 6.
4>(a) 4, (b) 6, (c) 2, (d) 1.
5>(a) 6, (b) 4, (c) 3, (d) 5, (e) 2.
6>a) 6, (b) 4, (c) 2.
7> (a) 6, (b) 2, (c) 4
8>a) 6, (b) 7 (c) 5, (d) 4, (e) 3, (f) 2, (g) 1.
9>(a) 7, (b) 6, (c) 4, (d) 2, (e) 1.
10>(a) 4, (b) 2, (c) 3, (d) 5, (e) 6, (f) 1.

এখন আপনি উপরের মানগুলো যোগ করুনএবার আপনার যোগ করা ফলাফল নিচের দেওয়া ফলাফলের সাথে মিলিয়ে বুঝে নিন আপনাকে অন্যরা কেমন ভাবেতাহলে আসুন দেখা যাক -

(60)->>ফলাফল: আপনাকে বিভিন্নজন বিভিন্নভাবে দেখে,যদি ও আপনি মিলামেশার বেলায় অনেক হুশিয়ার থাকেনকিন্ত আপনি প্রায় কাজে বরাবরের মত ব্যর্থ হন, কারণ আপনি সব সময় নিজের অবস্তানে থাকার চেষ্টা করেনকে কি বললো তার দিকে বেশী একটা পাত্তা দেন নাআপনি প্রচন্ডভাবে অনেক কিছু করে ফেলতে চান কিন্ত তার ফলাফলে আপনি হতাশ হনহ্যা কিছু মানুষ আপনার তারিপ করতে পারে এবং কি আপনাকে বিভিন্ন  সময়ে উইশ ও করতে পারেসবচেয়ে অনুতাপের বিষয় হল>আপনার সাথে গভীরভাবে মিশতে সবাই ইতস্ত বোধ করে কারন,আপনি বিভন্ন সময় বিভিন্ন রুপ ধারণ করেন তাই আপনার বিশ্বাস নেই

(51-60)>> ফলাফল: অন্যরা আপনাকে উওজনাপূর্ণক,অত্যান্ত পরিবর্তনশীল,আবেগপ্রবণ ব্যাক্তিত্ত হিসেবে দেখেবন্ধুরা আপনাকে নেতা হিসেবেও মানেআপনি প্রায় সিদ্ধান্ত অনেক দ্রুত নেনকিন্ত কারো অধিকার পূর্ণের বিষয় হলে আপনি পিছু হাঠেনবন্ধুদের কাছে আপনি একজন দুঃসাহসিক ব্যাক্তি ও বটে
আপনার কাছে কেউ পরামর্শ চাইলে আপনি তাকে সাহায্যে করার চেষ্টা করেন এবং তা পরবর্তিতে সফল হয় আর এভাবেই আপনি বন্ধুদের মন জয় করেনএবং তারা আপনার সাথে চলাফেরা করে আনন্দ পায়

(41-50)>> ফলাফল:অন্যরা আপনাকে দেখে কমনীয়,মজাদার,ওপেন মাইন্ডের ব্যাক্তিত্য হিসেবেআপনি বাস্তবতা বুঝতে চেষ্টা করেনঅনেকের কাছে আপনি আকর্ষনীয় বলে আপনার কথায় সবাই মনোযোগী হয়বন্ধুরা সদা আপনার পক্ষে থাকেবন্ধুদের কাছ থেকে টাকা পয়শার ব্যাপারে অনেক সার্পোট পানআবার কিছু ব্যাক্তি আপনার কাছ থেকে মানসিক সাহায্যে চায়আপনার সমন্ধে আর বেশী কিছু বলা যায়না

(31-40)>>অন্যরা আপনাকে দেখে বিচক্ষণ, সতর্কতা ও বাস্তবতা সম্পূর্ণ ব্যাক্তি হিসেবেআপনি সবার সাথে মুড ধরে চলেনএর ফলে আপনার বন্ধু বান্ধবের সংখ্যাও বেশ কমআর তাই গভীর সম্পর্কগুলো ও বেশীদিন টিকেনাআপনি চান এমন বন্ধু যারা বা যে আপনার অনেক অন্তরঙ্গ থাকবে
কিন্ত অন্তরঙ্গ হলে কি হবে; আপনি তাদের উপরও পুরাপুরি আস্থা রাখেন নাএভাবে দীর্ঘ সময় অতিক্রম করার পর অবশেষে আপনার গড়া সম্পর্কগুলো ভেঙ্গে চুরমার হয়ে যায়তাই আপনাকে পরিবর্তন হতে হবে

(21-30)>>ফলাফল:আপনি বন্ধুদের কাছে অনেক বিরক্তিকরতারা আপনার কথায় কষ্ট পায়লোকেরা আপনার সাথেমিলামেশার ব্যাপারে অনেক সতর্কতা অবলম্বন করে চলাফেরা করে তারা ধীরগতিতে ও হুশিয়ারে কথা বলেকারণ কথার মাঝে একটু এদিক সেদিক হলেই আপনি রেগে যানধরুন-আপনি কোন কাজের পদক্ষেপ নিয়েছেন আর ঔ কাজে আপনার বন্ধুদের অনেক সাহায্যে প্রয়োজোন;অনুতাপের বিষয় হল তখন আপনার পাশে কেউই থাকেনাকারন তারা আগ থেকেই আপনার ব্যবহারে অতিষ্টপরবর্তিতে আপনার কাছে মনে হয় তারা অনেক স্বার্থপরএবং আপনি তাদের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেনআপনি যথাসম্ভব কোন সাইকোলোজিষ্টের নিকট গিয়ে এ বিষয় সমাধানের জন্য পরামর্শ নিতে পারেন

(21)>>ফলাফল:আপনার অতি প্রিয় বন্ধুরা ভাবে আপনি লজুক,স্নায়বিক প্রকৃতির মানুষআপনি অনেক কাজ করতে প্রায় দ্বিধাগ্রস্ত হনবন্ধুরা আপনার উপর পুরাপুরি আস্থা রাখেন নাআপনার সাথে কোন গভীর সম্পর্ক গড়তে দ্বিধাগ্রস্ত হয়তারা আপনার মধ্য সবসময় সমস্যা খুজে পায়আর তাই কারো কারো কাছে আপনি বিরক্তিকরহাতে গণা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আপনার থাকতে পারে

*উপরিউক্ত ফলাফলের সাথে আপনার ঘটনা মিলে যাচ্ছে? অবশ্যই-তাই না? হ্যা তবে, যদি না মিলে তাহলে অবশ্যই আপনি ধরে নিতে বাধ্য থাকবেন যে আপনার দেওয়া উত্তর নির্ভুল বা সঠিক ছিলনা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন