জিমেইলে একের ভিতরে অনেক ঠিকানা

জিমেইল এখন খুবই জনপ্রিয় ইমেইল সেবাদানকারী প্রতিষ্ঠান। জিমেইলের নতুন নতুন সুবিধা গ্রহকদের বাধ্য করে জিমেইল ব্যবহার করতে। জিমেইলের একটি দারুন সুবিধা হচ্ছে একই ঠিকানাকে হাজারো ঠিকানা হিসাবে ব্যবহার করা। আপনার জিমেইল ঠিকানা যদি onlinedhaka@gmail.com হয় তাহলে আপনি এই আইডির মধ্যে যেকোন যায়গাতে এক বা একাধিক ডট ব্যবহার করে মেইল পেতে পারবেন।


যেমন o.n.l.i.n.e.d.h.k.a@gmail.com  বা online.d.h.a.k.a@gmail.com  ইত্যাদি। এছাড়াও আপনি জিমেইল ডোমেইনের পরিবর্তে গুগল মেইল ব্যবহার করতে পরেন। যেমন: o.n.l.i.n.e.d.h.k.a@googlemail.com , online.d.h.a.k.a@googlemail.com ইত্যাদি।  আর যদি মূল আইডির পরে + চিহ্ন দিয়ে কোন কীওয়ার্ড লিখে অর্থাৎ onlinedhaka+test1@gmail.com  ঠিকানা ব্যবহার করেন সেটিও আপনার মেইল ঠিকানা হিসাবে গণ্য হবে। উপরোক্ত যে ঠিকানাতেই মেইল আসুক না কেন তা মূল ইমেইলেই আসবে। ফলে আপনি আপনার একটি জিমেইলের অধিনে লক্ষাধিক মেইল ঠিকানা ব্যবহার করতে পারবেন।
যেসব ক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশনে একটি মেইল ঠিকানা গ্রহণ করে না সেক্ষেত্রে এই পদ্ধতি দারুন কাজে দেয়। এছাড়াও ভিন্ন ভিন্ন ঠিকানা ব্যবহার করলে মেইল ফিল্টার করতে সুবিধা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন