পাকবাহিনী ও রাজাকার সদস্যরা আমাকে সবার সামনে থেকে ধরে নিয়ে গেলো। তারা
প্রথমে আমার চোখ বাঁধলো। তারপর একটি নৌকায় উঠালো। নিয়ে গেলো তাদের
ক্যাম্পে। প্রায় একমাস সেই ক্যাম্পে রেখে আমার উপর নানা রকম শারীরিক ও
মানসিক নির্যাতন চালায়। কোনো একদিন সেই ক্যাম্প থেকে একদল মুক্তিযোদ্ধা
আমাকে উদ্ধার করে। তারপর কেটে গেছে চল্লিশ বছর। কিন্তু আমার শরীর থেকে মুছে
যায় নি পাকবাহিনী ও রাজাকারের নোখের আঁচড়ের দাগ’। চোখের জ্বল মুছতে মুছতে
এভাবে মুক্তিযুদ্ধের স্মৃতি বর্ণনা করছিলেন মুক্তিযুদ্ধের এক বীরাঙ্গানা
কাকনবালা। বিস্তারিত প্রতিবেদনটি দেখতে এখানে ক্লিক করুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন