
বর্তমানে
ক্লাস এইটে পড়ছে মালালা। ৪২টি দেশের ৯৩ জন প্রতিযোগীকে পিছনে ফেলে এই
শান্তি পুরস্কার জন্য আজ সে মনোনয়ন লাভ করেছে। ইউসুফজাই মালালার বাড়ি
পাকিস্তানের সোয়াত এলাকায়। মালালার লেখাটি ছিল তার লেখা জীবনের প্রথম
ডায়রী। তাতে সে লিখেছিল, তাদের প্রিন্সিপাল শীতকালীন ছুটি উপলক্ষে স্কুল
বন্ধ ঘোষণা করলেও কবে খুলবে তা উল্লেখ করেননি কারণ সে সময় তালেবানেরা সোয়াত
উপত্যকায় মেয়েদের শিক্ষা নিষিদ্ধ করে তোলে।
বিস্তারিত প্রতিবেদনটি দেখতে এখানে ক্লিক করুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন