সৌদামিনী শর্মা ও তেতইগাঁও নারীদের মশাল মিছিল - (ইত্তেফাক: ১৫/০১/২০১২)

সৌদামিনী শর্মা ও তাঁর প্রতিবাদী নারীর দল যখন সন্ধ্যার পর গ্রামের হাটে-বাজারে মশাল মিছিল বের করতেন এবং সেইসঙ্গে তারা স্লোগানও দিতেন। তাদের স্লোগানের ভাষা ছিলো: (মনিপুরী ভাষায়) ‘জু থাকপা, জুয়ার সনাবাম-য়ারই, য়ারই’ (মদ খাওয়া, জুয়া খেলা, চলবে না, চলবে না)। ‘জু জনবা, গাঁজা জনবা-য়ারই, য়ারই’ (মদ বেচা, গাঁজা বেচা, চলবে না, চলবে না)। ‘নুপি নাহাদা ফুবা চৈবা-য়ারই, য়ারই’ (মহিলা ও মেয়েদের নির্যাতন করা চলবে না, চলবে না)। ‘নুপি অখইশু মিনি, মি মা ওইনা হিংগনী’ (আমরা মহিলারাও মানুষ, আমরাও মানুষের মতো বাঁচতে চাই)। বিস্তারিত প্রতিবেনদটি দেখতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন