
বিয়ে
নামক সামাজিক চুক্তির মধ্য দিয়ে স্বীকৃতি পায় নারী আর পুরুষের মধুর
সম্পর্ক। এই দিক দিয়ে বিয়েকে আধুনিক সমাজের ভিত্তি বলা যেতে পারে যার
মাধ্যমে নারী-পুরুষ পরস্পর একে অপরের ভার নেয়। এই সম্পর্কে দাবি থাকে একটি
মানুষের উপর আর একটি মানুষের। আমতলীর ফারজানা ইয়াসমীন নিপা পরিবারের
সম্মতিতে স্কুল শিক্ষক শওকত আলী খান হীরণের সাথে বিয়ের পীড়িতে বসেছিলেন।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সানাইয়ের রোশনায় থেমে যাওয়ার পর হীরণের ফুঁফু
কন্যা পক্ষের কাছে টিভি, ফ্রিজ, মোটরসাইকেলসহ যৌতুক দাবি করে।
বিস্তারিত প্রতিবেদনটি দেখতে এখানে ক্লিক করুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন