কী বোর্ড বা মাউস দিয়েই চলবে আপনার কম্পিউটার (প্রথম আলো: ২৪/০৩/২০১০)

কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় যে সমস্যার সম্মুখীন হতে হয় তা হলো, কম্পিউটারের কি-বোর্ড বা মাউসের যেকোনো একটি কাজ করছে না। সে ক্ষেত্রেও চিন্তার কিছু নেই। কি-বোর্ড বা মাউসের যেকোনো একটি দিয়েই কম্পিউটারে কাজ চালিয়ে নেওয়া সম্ভব। যদি কি-বোর্ডটি সচল এবং মাউসটি অচল হয়, তবে কি-বোর্ড থেকে Left Alt+Left Shift+Num Lock একত্রে চাপতে হবে। বিস্তারিত প্রতিবেদনটি দেখতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন